Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
early bottle gourd cultivation at jhenaigati upazila.
Details
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক/কৃষাণীরা বাণিজ্যিক ভাবে শীত লাউয়ের চাষ করেছে। আগাম শীত লাউয়ের আমদানিতে বাজার সয়লাভ হয়ে উঠেছে । শীত সবজি হিসাবে লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে । শীত মৌসুমে এ সবজি খেতে সবাই পছন্দ করে থাকে। বাজারে বিভিন্ন প্রকারের হাইব্রিড লাউয়ের বীজ আসার ফলে এ সবজি এখন সারা বৎসরই পাওয়া যায়। এখনও প্রচন্ড গরম থাকার পরও শীত আসার আগেই কৃষকরা দেশী ও হাইব্রীড লাউ বাজারজাত করা শুরু করেছে । এখন বাজারে শীতের নতুন সবজি হিসাবে এর মূল্য ভালই রয়েছে। প্রতি লাউ ৪০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি করছে লাউ চাষিরা। আবার বাহিরের জেলা উপজেলা থেকেও লাউ ক্রয় করার জন্যে পাইকাররা কৃষকদের বাড়িতে ভির করছে। তারা ক্রয় করে ঢাকা সহ অন্যান্য জায়গায় নিয়ে যায় । ধানের চেয়েও আগাম লাউ চাষে কৃষরা ভালো লাভবান হয়ে থাকে। এই সবজি চাষে তেমন খরচ ও প্রাকৃতিক আবহাওয়ার ভয় নেই। সবাই এর চাষ সমন্ধে অবগত রয়েছে। তাই বিগত সময়ের চেয়ে এবার লাউয়ের চাষ বেশী হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিক নির্দেশনায় কৃষকরা বাণিজ্যিক ভাবে লাউ চাষে আগ্রহ বাড়ছে। আবার অনেকেই বাড়ির আঙ্গিনায় নিজে খাওয়ার জন্যে এ সবজির চাষ করে থাকে। এ সবজিতে তেমন কোন ক্ষতি না থাকায় লাউদিয়ে বিভিন্ন প্রকার টিপস তৈরী করা যায় যা খেতে খুবই সুস্বাধু । লাউ চাষ করে উপজেলার অনেক কৃষক এবার লাভবান হবেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, এই উপজেলায় লাউ চাষের উপযোগি হওয়ার ফলে অনেক কৃষক/কৃষাণী এ সবজির চাষ করেছে। লাউ চাষে তেমন খরচ না থাকার ফলে কৃষকরা ভালো লাভবান হবেন। কৃষি অফিস থেকে লাউ চাষিদের সার্বিক ভাবে সহযোগিতা,পরামর্শ ও বিনামূল্যে বীজ প্রদান করা হয়ে থাকে বলে জানান।
Images
Attachments
Publish Date
02/10/2021