Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Robi Pronodona distributing programme
Details

 ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস হল রুমে ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ১ শত জন কৃষকের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদান, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ ও রায়সানিক সার কৃষি প্রণোদনা কর্মসূচী-২০২২ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া আক্তারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলম।  সময় উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামানসহ প্রণোদনা গ্রহণকারী কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ৭টি ইউনিয়নে ৪ হাজার ১শ কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা ও ১ কেজি পেয়াঁজ কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ফসল চাষের উপযোগিতা এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।

Images
Attachments
Publish Date
08/11/2022
Archieve Date
30/11/2023