Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঝিনাইগাতী উপজেলায় ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর বীজ বিতরণ
Details

শেরপুর জেলার ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ নভেম্বর রবিবার বিকালে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের আওতায় রাংটিয়া স্কুল মাঠে জিংক সমৃদ্ধ ধানের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, হারভেষ্টপ্লাস বিংস প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান খাঁন। বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের কাছে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর পুষ্টি গুন ও বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, হারভেষ্টপ্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ। এছাড়াও আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম। এসময় হারভেস্টপ্লাসের সুপারভাইজার তুহিন ইসলাম, সবুজ রানাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়েরা খাটো হয় না, বাচ্চাদের শারিরিক ও মানসিক মেধার বিকাশ হয়, ক্ষুদামন্দা দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গর্ভবতী নারী ও কিশোর কিশোরীদের শারিরিক দুর্বলতা হয়না। এসময় ২শত কৃষকের মাঝে ৪ কেজি করে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। কৃষক-কৃষাণীরা জিংক ধানের আবাদ বাড়ানোর ও অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, প্রকল্পের আওতায় চলতি বোরো মৌসুম ২০২১-২২ এ ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৭ শত কৃষকের মাঝে জিংক ধান ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর বীজ বিতরণ করা হয়েছে।

Images
Attachments
Publish Date
28/11/2021
Archieve Date
30/12/2022