Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Aman pronodona bitoron
Details

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থবছরের খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম মহোদয়, উপজেলা চেয়ারম্যান, ঝিনাউগাতী, শেরপুর।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার।

অনুষ্ঠানে ১২৭০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ সময়  উপকার ভোগী কৃষক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image
Images
Attachments
Publish Date
15/06/2023
Archieve Date
01/07/2024