মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী একেএম ফজলুল হক এমপি।
এসময় বক্তব্য দেন ওসি আবু বকর ছিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামসুল হক, মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ৬৫জন মুক্তিযোদ্ধাকে স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস