শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৩০ জানুয়ারী থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণের মাধ্যমে ৯০ জন কৃষক কৃষাণী কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর বাস্তবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর সহায়তায় এ প্রশিক্ষণ শুরু হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক চাষীদের পতিত জমিতে উচ্চ মূল্যের সবজি চাষ বৃদ্ধি করার উপর দিকনির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর ।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহিনা আকতার প্রমুখ।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ কেজি জিংক সমৃদ্ধ চাল প্রদান করেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস