কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রনে থাকায় শেরপুর জেলার সিমান্তবতীর্ ঝিনাইগাতী উপজেলায় আমন ফসলের পাকা ধান কর্তনের নবান্ন উৎসব শুরু হয়েছে। মাঠ জুড়ে পাকাধানের মৌ—মৌ গন্ধে কৃষকের মুখে হাসি ফুটেছে। পাকাধান কর্তন করে মাঠে শুকানোর জন্যে বিছিয়ে রাখছে কৃষকরা। শুকানো শেষে মাঠ থেকে সোনালী ফসল বাড়িতে আনছে কৃষকরা। বাজারে নতুন ধানের আমদানিতে কৃষকরা ভালো মূল্য পাচ্ছে ঠিকই কৃষিশ্রম সহ অন্যান্য কৃষিপণ্যের মূল্য বাড়ার ফলে হিমসিম খাচ্ছে কৃষকরা। কৃষকের কষ্টে অর্জিত আমন ফসল ঘরে তুলার আগ পর্যন্ত কৃষক/কৃষাণীরা অনেক স্বপ্ন বুনেছেন। পাকাধান কেটে সংসারের বিভিন্ন কাজের চাহিদা মিটিয়ে আবারও আমন ফসলে মনযোগী হবে কৃষকরা। এবার আমন ফসলের লক্ষ্যমাত্রা ১৫হাজার ১৫০ হেক্টর ছাড়িয়ে ১৫হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। পুরোদমে ধানকাটা শুরু হয়েছে ডিসেম্বর ১৫ তারিখ পর্যন্ত এ ধানকাটা চলবে। এবার উপজেলায় আমন ফসল ভালো হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস